Madhyamik Previous Year Question Paper Solution | Subject : History
Solved - 2017 MCQ Question
Total -20 বিভাগ- (ক)
১.১ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন―
(ক) ইংরেজরা
(খ) ওলন্দাজরা
(গ) ফরাসিরা
(ঘ) পোর্তুগিজরা
১.২ বিপিনচন্দ্র পাল লিখেছেন―
(ক) সত্তর বৎসর
(খ) জীবনস্মৃতি
(গ) এ নেশন ইন মেকিং
(ঘ) আনন্দমঠ
১.৩ ‘বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন―
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) শিশির কুমার ঘোষ
(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
১.৪ সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়―
(ক) ১৭১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে
১.৫ নববিধান প্রতিষ্ঠা করেছিলেন―
(ক) দয়ানন্দ সরস্বতী
(খ) কেশবচন্দ্র সেন
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
১.৬ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন―
(ক) চুয়াড় বিদ্রোহে
(খ) কোল বিদ্রোহে
(গ) সাঁওতাল হুলে
(ঘ) মুন্ডা বিদ্রোহে
১.৭ ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়―
(ক) দুটি স্তরে
(খ) তিনটি স্তরে
(গ) চারটি স্তরে
(ঘ) পাঁচটি স্তরে
১.৮ ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে 'ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ' বলেছিলেন―
(ক) সুভাষচন্দ্র বসু
(খ) জওহরলাল নেহরু
(গ) ভি ডি সাভারকর
(ঘ) রাসবিহারী বসু
১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল―
(ক) ভারতসভা
(খ) ভারতের জাতীয় কংগ্রেস
(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(ঘ) ল্যান্ডহোল্ডার্স সোসাইটি
১.১০ ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন―
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) নন্দলাল বসু
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.১১ ভারতে ‘হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন―
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(খ) সুকুমার রায়
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) চার্লস উইলকিনস
১.১১ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন―
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
১.১৩ 'একা' আন্দোলনের নেতা ছিলেন―
(ক) মাদারি পাসি
(খ) ড. আম্বেদকর
(গ) মহাত্মা গান্দি
(ঘ) বাবা রামচন্দ্র
১.১৪ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল―
(ক) ১৯১৭ খ্রি
(খ) ১৯২০ খ্রি
(গ) ১৯২৭ খ্রি
(খ) ১৯২৯ খ্রি
১.১৫ বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল―
(ক) বোম্বাই-এ
(খ) পাঞ্জাবে
(গ) মাদ্রাজে
(ঘ) গুজরাটে
১.১৬ বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন হয়েছিল―
(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯১১ খ্রিস্টাব্দে
১.১৭ মাতঙ্গিনী হাজরা 'ভারত ছাড়ো' আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে―
(ক) তমলুক
(খ) সুতাহাটা
(গ) বরিশাল
(ঘ) পুরুলিয়া
১.১৮ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন―
(ক) কল্পনা দত্ত
(খ) লীলা নাগ রায়
(গ) বাসন্তী দেবী
(ঘ) বীণা দাস
১.১৯ ভারতের 'লৌহমানব' বলা হয়—
(ক) মহাত্মা গান্ধিকে
(খ) সর্দার বল্লভভাই প্যাটেলকে
(গ) মহম্মদ আলি জিন্নাকে
(ঘ) রাজেন্দ্র প্রসাদকে
১.২০ ‘Train to Pakistan' গ্রন্থটি লিখেছিলেন―
(ক) জওহরলাল নেহরু
(খ) ভি পি মেনন
(গ) খুশবন্ত সিং
(ঘ) সলমন রুশদি
Solved - 2018 MCQ Question
Total -20 বিভাগ- (ক)
১.১ ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি―
(ক) উপন্যাস
(খ) কাব্যগ্রন্থ
(গ) জীবনীগ্রন্থ
(ঘ) আত্মজীবনী
১.২ 'সোমপ্রকাশ' ছিল একটি―
(ক) দৈনিক পত্রিকা
(খ) সাপ্তাহিক পত্রিকা
(গ) পাক্ষিক পত্রিকা
(ঘ) মাসিক পত্রিকা
১.৩ ‘নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন―
(ক) কালীপ্রসন্ন সিংহ
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) রেভাঃ জেমস লঙ
১.৪ সতীদাহপ্রথা রদ হয়―
(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
১.৫ সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন―
(ক) বিজয়কৃয় গোস্বামী
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) শ্রীরামকৃষ্ণ
(খ) কেশবচন্দ্র সেন
১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-৩২ খ্রিস্টাব্দ) অনুষ্ঠিত হয়েছিল―
(ক) মেদিনীপুরে
(খ) ঝাড়গ্রামে
(গ) ছোটোনাগপুরে
(ঘ) রাঁচিতে
১.৭ ভারতে প্রথম অরণ্য আইন পাস হয়―
(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
১.৮ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে 'ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলেছেন―
(ক) রমেশচন্দ্র মজুমদার
(খ) সুরেন্দ্রনাথ সেন
(গ) বিনায়ক দামোদর সাভারকর
(ঘ) দাদাভাই নৌরজি
১.৯ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে―
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
১.১০ ভারতসভার প্রথম সভাপতি ছিলেন―
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(খ) আনন্দমোহন বসু
(গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
(ঘ) শিবনাথ শাস্ত্রী
১.১১ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল―
(ক) বর্ণপরিচয়
(খ) এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
(গ) মঙ্গল সমাচার মতিয়ের
(ঘ) অন্নদামঙ্গল
১.১২ ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স'-এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন―
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) সি ভি রমন
(গ) প্রফুল্লচন্দ্র রায়
(ঘ) সত্যেন্দ্রনাথ বসু
১.১৩ বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল―
(ক) বাংলার কৃষকশ্রেণি
(খ) মধ্যবিত্তশ্রেণি
(গ) জমিদারশ্রেণি
(ঘ) ছাত্রসমাজ
১.১৪ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন―
(ক) বিহারে
(খ) যুক্তপ্রদেশে
(গ) রাজস্থানে
(ঘ) মহারাষ্ট্রে
১.১৫ রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়―
(ক) মালাবার অঞ্চলে
(খ) কোঙ্কণ উপকূলে
(গ) ওড়িশায়
(ঘ) গোদাবরী উপত্যকায়
১.১৬ ‘নারী কর্মমন্দির' প্রতিষ্ঠা করেছিলেন―
(ক) ঊর্মিলা দেবী
(খ) বাসন্তী দেবী
(গ) কল্পনা দত্ত
(ঘ) লীলা রায় (নাগ)
১.১৭ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল―
(ক) অনুশীলন সমিতি
(খ) গদর দল
(গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
(ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স
১.১৮ দলিতদের 'হরিজন' আখ্যা দিয়েছিলেন―
(ক) জ্যোতিবা ফুলে
(খ) শ্রীনারায়ণ গুরু
(গ) গান্ধিজি
(ঘ) ড. আম্বেদকর
১.১৯ স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়―
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
১.২০ গোয়া ভারতভুক্ত হয়―
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে
Solved - 2019 MCQ Question
Total -20 বিভাগ- (ক)
১.১ মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল―
(ক) ১৮৯০ খ্রি
(খ) ১৯০৫ খ্রি
(গ) ১৯১১ খ্রি
(ঘ) ১৯১৭ খ্রি
১.২ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন―
(ক) চলচ্চিত্রের সঙ্গে
(খ) ক্রীড়া জগতের সঙ্গে
(গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে
(ঘ) পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে
১.৩ 'গ্রামবার্তা প্রকাশিকা' প্রকাশিত হত―
(ক) যশোর থেকে
(খ) রানাঘাট থেকে
(গ) কুষ্ঠিয়া থেকে
(ঘ) বারাসত থেকে
১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি.এ পরীক্ষা অনুষ্ঠিত হয়―
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে
১.৫ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন―
(ক) ডা. এম জে ব্রামলি
(খ) ডা. এইচ এইচ গুডিভ
(গ) ড. এন ওয়ালিশ
(ঘ) ড. জে গ্রান্ট
১.৬ তিতুমিরের প্রকৃত নাম ছিল―
(ক) চিরাগ আলি
(খ) হায়দার আলি
(গ) মির নিশার আলি
(ঘ) তোরাপ আলি
১.৭ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন―
(ক) রানি বর্ণাবর্তী
(খ) রানি শিরোমণি
(গ) দেবী চৌধুরানি
(ঘ) রানি দুর্গাবতী
১.৮ 'বন্দেমাতরম' সংগীতটি রচিত হয়―
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
১.৯ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন―
(ক) অক্ষয়কুমার দত্ত
(খ) রাজনারায়ণ বসু
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) রমেশচন্দ্র মজুমদার
১.১০ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন―
(ক) সংগীত শিল্পী
(খ) নাট্যকার
(গ) কবি
(ঘ) ব্যঙ্গচিত্র শিল্পী
১.১১ ‘বর্ণপরিচয়’ প্রকাশিত হয়েছিল―
(ক) ১৮৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে
১.১২ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়―
(ক) ১৯০৫ খ্রি
(খ) ১৯০৬ খ্রি
(গ) ১৯১১ খ্রি
(ঘ) ১৯১২ খ্রি
১.১৩ সর্বভারতীয় কিষানসভার প্রথম সভাপতি ছিলেন―
(ক) এন জি রঙ্গ
(খ) স্বামী সহজানন্দ
(গ) বাবা রামচন্দ্র
(ঘ) লালা লাজপত রায়
১.১৪ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল―
(ক) কলকাতায়
(খ) দিল্লিতে
(গ) বোম্বাইতে
(ঘ) মাদ্রাজে
১.১৫ ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি' যুক্ত ছিল―
(ক) রাওলাট সত্যাগ্রহে
(খ) অসহযোগ আন্দোলনে
(গ) বারদৌলি সত্যাগ্রহে
(ঘ) সাইমন কমিশনবিরোধী আন্দোলনে
১.১৬ বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন―
(ক) বীণা দাস
(খ) কল্পনা দত্ত
(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
(ঘ) সুনীতি চৌধুরি
১.১৭ অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন―
(ক) শচীন্দ্রপ্রসাদ বসু
(খ) কৃষ্ণকুমার মিত্র
(গ) চিত্তরঞ্জন দাস
(ঘ) আনন্দমোহন বসু
১.১৮ ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল―
(ক) মালাবারে
(খ) মাদ্রাজে
(গ) মহারাষ্ট্রে
(ঘ) গোদাবরী উপত্যকায়
১.১৯ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়―
(ক) কাশ্মীর
(খ) হায়দরাবাদ
(গ) জুনাগড়
(ঘ) জয়পুর
১.২০ ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়―
(ক) ১৯৫৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
Solved - 2020 MCQ Question
Total -20 বিভাগ- (ক)
১.১ ‘বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয়―
(ক) ৮ জানুয়ারি
(খ) ২৪ ফেব্রুয়ারি
(গ) ৮ মার্চ
(ঘ) ৫ জুন
১.২ ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে―
(ক) পোর্তুগিজ
(খ) ইংরেজ
(গ) মোগল
(ঘ) ওলন্দাজ
১.৩ প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয়―
(ক) ১৮৭২ খ্রি
(খ) ১৮৭৮ খ্রি
(গ) ১৮৮২ খ্রি
(ঘ) ১৮৯০ খ্রি
১.৪ দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন―
(ক) ১৮৩০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫০ খ্রিস্টাব্দে
১.৫ বাংলার নবজাগরণ ছিল―
(ক) ব্যক্তিকেন্দ্রিক
(খ) প্রতিষ্ঠানকেন্দ্রিক
(গ) কলকাতাকেন্দ্রিক
(ঘ) গ্রামকেন্দ্রিক
১.৬ দ্বিতীয় অরণ্য আইনে (১৮৭৮ খ্রিস্টাব্দ) লাভবান হয়েছিল―
(ক) আদিবাসী সম্প্রদায়
(খ) ব্রিটিশ সরকার
(গ) ব্যবসায়ী শ্রেণি
(ঘ) ব্রিটিশ সরকার ও আদিবাসী শ্রেণি উভয়েই
১.৭ ‘হুল' কথাটির অর্থ হল―
(ক) ঈশ্বর
(খ) স্বাধীনতা
(গ) অস্ত্র
(ঘ) বিদ্রোহ
১.৮ মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল―
(ক) ভারতবাসীর আনুগত্য অর্জন
(খ) ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যাবসার অধিকার লাভ
(গ) ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান
(ঘ) মহাবিদ্রোহে (১৮৫৭) বন্দি ভারতীয়দের মুক্তিদান
১.৯ ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন―
(ক) রাজা রাধাকান্ত দেব
(খ) প্রসন্নকুমার ঠাকুর
(গ) রাজা রামমোহন রায়
(ঘ) দ্বারকানাথ ঠাকুর
১.১০ হিন্দুমেলার সম্পাদক ছিলেন―
(ক) নবগোপাল মিত্র
(খ) গণেন্দ্রনাথ ঠাকুর
(গ) রাজনারায়ণ বসু
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.১১ বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়―
(ক) ১৫৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে
১.১২ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট-এর প্রথম অধ্যক্ষ ছিলেন―
(ক) অরবিন্দ ঘোষ
(খ) সতীশচন্দ্র বসু
(গ) যোগেশচন্দ্র ঘোষ
(ঘ) প্রমথনাথ বসু
১.১৩ ‘দেশপ্রাণ' নামে পরিচিত ছিলেন―
(ক) সতীশচন্দ্র সামন্ত
(খ) অশ্বিনীকুমার দত্ত
(গ) বীরেন্দ্রনাথ শাসমল
(ঘ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
১.১৪ মোপালা বিদ্রোহ (১৯২১ খ্রিস্টাব্দ) হয়েছিল―
(ক) মালাবার উপকূলে
(খ) কোঙ্কণ উপকূলে
(গ) গোদাবরী উপত্যকায়
(ঘ) তেলেঙ্গানা অঞ্চলে
১.১৫ “মিরাট ষড়যন্ত্র মামলা' (১৯২৯ খ্রিস্টাব্দ) হয়েছিল―
(ক) জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে
(খ) বিপ্লবীদের বিরুদ্ধে
(গ) শ্রমিক নেতাদের বিরুদ্ধে
(ঘ) কৃষক নেতাদের বিরুদ্ধে
১.১৬ নারী সত্যাগ্রহ সমিতি' প্রতিষ্ঠিত হয়েছিল―
(ক) বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের সময়ে
(খ) অসহযোগ আন্দোলনের সময়ে
(গ) আইন অমান্য আন্দোলনের সময়ে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনের সময়ে
১.১৭ ‘মাস্টারদা' নামে পরিচিত ছিলেন―
(ক) বেণীমাধব দাস
(খ) সূর্য সেন
(গ) কৃষ্ণকুমার মিত্র
(ঘ) হেমচন্দ্র ঘোষ
১.১৮ মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন' শুরু করেন―
(ক) রামস্বামী নাইকার
(খ) নারায়ণ গুরু
(গ) ভীমরাও আম্বেদকর
(ঘ) গান্ধিজি
১.১৯ স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড়ো দেশীয় রাজ্য ছিল―
(ক) কাশ্মীর
(খ) জুনাগড়
(গ) হায়দরাবাদ
(ঘ) জয়পুর
১.২০ পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল―
(ক) গোদাবরী উপত্যকায়
(খ) দক্ষিণ ওড়িশায়
(গ) কাথিয়াবাড় উপদ্বীপে
(ঘ) মালাবার উপকূলে
Solved - 2022 MCQ Question
Total -20 বিভাগ- (ক)
১.১ সত্যজিৎ রায় যুক্ত ছিলেন―
(ক) খেলার ইতিহাসে
(খ) শহরের ইতিহাসে
(গ) নারীর ইতিহাসে
(ঘ) শিল্পচর্চার ইতিহাসে
১.২ রেশম আবিষ্কৃত হয় প্রাচীন―
(ক) ভারতে
(খ) রোমে
(গ) পারস্যে
(ঘ) চিন দেশে
১.৩ 'নিষিদ্ধ শহর' বলা হয়―
(ক) লাসাকে
(খ) বেইজিংকে
(গ) রোমকে
(ঘ) কনস্ট্যান্টিনোপলকে
১.৪ ‘বঙ্গদর্শন' সাময়িকপত্রটি ছিল একটি―
(ক) সাপ্তাহিক পত্রিকা
(খ) পাক্ষিক পত্রিকা
(গ) মাসিক পত্রিকা
(ঘ) বাৎসরিক পত্রিকা
১.৫ ‘নীলদর্পণ' নাটকটি ছাপা হয়েছিল―
(ক) নদিয়াতে
(খ) ঢাকায়
(গ) শ্রীরামপুরে
(ঘ) কলকাতায়
১.৬ রামমোহন রায়-এর পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন―
(ক) অক্ষয়কুমার দত্ত
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) রামচন্দ্র বিদ্যাবাগীশ
(ঘ) তারাচাঁদ চক্রবর্তী
১.৭ বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল―
(ক) সমাচার দর্পণ
(খ) সংবাদ প্রভাকর
(গ) ব্রাক্ষ্মণ সেবধি
(ঘ) বাঙ্গাল গেজেটি
১.৮ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন―
(ক) সৈয়দ আমির আলি
(খ) আবদুল লতিফ
(গ) দেলওয়ার হোসেন আহমেদ
(ঘ) সৈয়দ আহমদ
১.৯ ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হল―
(ক) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(খ) চুয়াড় বিদ্রোহ
(গ) কোল বিদ্রোহ
(ঘ) রম্পা বিদ্রোহ
১.১০ 'সন্ন্যাসী বিদ্রোহ' কথাটি প্রথম ব্যবহার করেন―
(ক) ভিনসেন্ট স্মিথ
(খ) জেমস মিল
(গ) ওয়ারেন হেস্টিংস
(ঘ) লর্ড কর্নওয়ালিশ
১.১১ সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল―
(ক) চুয়াড় বিদ্রোহ
(খ) ফরাজি আন্দোলন
(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(ঘ) সাঁওতাল বিদ্রোহ
১.১২ মির নিশার আলি নেতৃত্ব দিয়েছিলেন―
(ক) বাংলার ওয়াহাবি আন্দোলনে
(খ) ফরাজি আন্দোলনে
(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহে
(ঘ) নীল বিদ্রোহে
১.১৩ ‘রাষ্ট্রগুরু’নামে পরিচিত ছিলেন—
(ক) রামমোহন রায়
(খ) রাজনারায়ণ বসু
(গ) নবগোপাল মিত্র
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১.১৪ মহাবিদ্রোহকে (১৮৫৭ খ্রি) 'কৃষক বিদ্রোহ' আখ্যা দিয়েছেন―
(ক) সুরেন্দ্রনাথ সেন
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) শশীভূষণ চৌধুরি
(ঘ) বিনায়ক দামোদর সাভারকর
১.১৫ আনন্দমোহন বসু ছিলেন ভারতসভার―
(ক) প্রতিষ্ঠাতা
(খ) সভাপতি
(গ) সহ-সভাপতি
(ঘ) সচিব
১.১৬ ‘বন্দেমাতরম' সংগীতটি রচনা করেন―
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) স্বামী বিবেকানন্দ
১.১৭ বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন―
(ক) গণিতশাস্ত্রের
(খ) রসায়ন শাস্ত্রের
(গ) পদার্থবিদ্যার
(ঘ) উদ্ভিদবিদ্যার
১.১৮ 'বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ' প্রতিষ্ঠিত হয়েছিল―
(ক) ১৮৩৩ খ্রি
(খ) ১৮৫৬ খ্রি
(গ) ১৮৮০ খ্রি
(ঘ) ১৯০৩ খ্রি
১.১৯ 'জাতীয় শিক্ষা পরিষদ' (১৯০৬)-এর প্রথম সভাপতি ছিলেন―
(ক) রাসবিহারী ঘোষ
(খ) অরবিন্দ ঘোষ
(গ) তারকনাথ পালিত
(ঘ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
১.২০ 'দিগদর্শন'-এর সম্পাদক ছিলেন―
(ক) উইলিয়ম কেরি
(খ) জোসুয়া মার্শম্যান
(গ) ফেলিক্স কেরি
(ঘ) জন ক্লার্ক মার্শম্যান
Solved - 2023 MCQ Question
Total -20 বিভাগ- (ক)
১.১ র্যাচেল কারসন যুক্ত ছিলেন―
(ক) আঞ্চলিক ইতিহাসে
(খ) নারীর ইতিহাসে
(গ) পরিবেশের ইতিহাসে
(ঘ) শহরের ইতিহাসে
১.২ বঙ্কিমচন্দ্র 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদনা করেছিলেন―
(ক) তিন বছর
(খ) চার বছর
(গ) দশ বছর
(ঘ) বারো বছর
১.৩ রামমোহন রায় অ্যাংলো-হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন―
(ক) ১৮২১ খ্রি
(খ) ১৮২৩ থ্রি
(গ) ১৮১৫ খ্রি
(ঘ) ১৮২৬ খ্রি
১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন―
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) বিদ্যাসাগর
(গ) আনন্দমোহন বসু
(ঘ) আশুতোষ মুখোপাধ্যায়
১.৫ ‘রেনেসাঁস' শব্দটি হল একটি―
(ক) ইংরেজি শব্দ
(খ) ফরাসি শব্দ
(গ) ইতালীয় শব্দ
(ঘ) লাতিন শব্দ
১.৬ ‘জঙ্গলমহল' নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল―
(ক) সাঁওতাল বিদ্রোহের পরে
(খ) কোল বিদ্রোহের পরে
(গ) চুয়াড় বিদ্রোহের পরে
(ঘ) মুন্ডা বিদ্রোহের পরে
১.৭ ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইনস্পেকটর জেনারেল ছিলেন―
(ক) জোহান কুগার
(খ) এলিয়াস ফিসার
(গ) ডেইটিক ব্রানডিস
(ঘ) ফ্রেডারিক ইফম্যান
১.৮ মহাবিদ্রোহকে (১৮৫৭) যে ব্রিটিশ লেখক 'সিপাহি বিদ্রোহ' আখ্যা দিয়েছেন―
(ক) চার্লস রেকস
(খ) নর্টন
(গ) ম্যালেসন
(ঘ) ডিসরেলি
১.৯ চৈত্রমেলা, 'হিন্দুমেলা' রূপে পরিচিত হয়―
(ক) ১৮৬৭ খ্রি থেকে
(খ) ১৮৭০ খ্রি থেকে
(গ) ১৮৭২ খ্রি থেকে
(ঘ) ১৮৭৫ খ্রি থেকে
১.১০ ভারতসভার প্রথম সভাপতি ছিলেন―
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(খ) আনন্দমোহন বসু
(গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
(ঘ) শিবনাথ শাস্ত্ৰী
১.১১ বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন―
(ক) উইলিয়ম কেরি
(খ) রামমোহন রায়
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
১.১২ বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয়―
(ক) ১৭৭৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
১.১৩ ‘দেশপ্রাণ' নামে পরিচিত ছিলেন―
(ক) অশ্বিনীকুমার দত্ত
(খ) সতীশচন্দ্র সামস্ত
(গ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
(ঘ) ধীরেন্দ্রনাথ শাসমল
১.১৪ ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল―
(ক) গিরনি-কামগড় ইউনিয়ন
(খ) মাদ্রাজ লেবার ইউনিয়ন
(গ) ইন্ডিয়ান মিল হ্যান্ডস ইউনিয়ন
(ঘ) সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস
১.১৫ কৃষক-প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন―
(ক) বীরেন্দ্রনাথ শাসমল
(খ) প্রফুল্লচন্দ্র সেন
(গ) বাবা রামচন্দ্র
(ঘ) ফজলুল হক
১.১৬ ‘বঙ্গলক্ষ্মীর ব্রতকথা' রচনা করেন―
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) রজনীকান্ত সেন
(ঘ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
১.১৭ নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন―
(ক) ঊর্মিলা দেবী
(খ) বাসন্তী দেবী
(গ) সরলাদেবী চৌধুরানি
(ঘ) সুনীতি দেবী
১.১৮ এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন―
(ক) রামস্বামী নাইকার
(খ) ত্যাগরাজা চেট্টি
(গ) নারায়ণ গুরু
(ঘ) ভীমরাও আম্বেদকর
১.১৯ ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল―
(ক) ১৯৪৭ খ্রি
(খ) ১৯৫০ খ্রি
(গ) ১৯৫৩ খ্রি
(ঘ) ১৯৫৬ খ্রি
১.২০ পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়―
(ক) ১৯৫০ খ্রি
(খ) ১৯৫২ খ্রি
(গ) ১৯৫৬ খ্রি
(ঘ) ১৯৬০ খ্রি