নবম শ্রেণি ইতিহাস অধ্যায় ১ : ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (SAQ Question)

Esita Afrose
0
 

wb class 9 history chapter 1 question answer

১. 'ফিজিওক্র্যাট' কাদের বলা হত?
অথবা, ফিজিওক্র্যাট গোষ্ঠীর মূল বক্তব্য কী ছিল?
➛ ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে ফিজিওক্র্যাট নামে একদল অর্থনীতিবিদের আবির্ভাব ঘটে। এই অর্থনীতিবিদরা অর্থনীতির নতুন ব্যাখ্যা দিয়ে বলেন যে বাণিজ্য, শিল্প ও কৃষিক্ষেত্রে রাষ্ট্রের কর্তৃত্ব অবাঞ্ছিত। কুইসনে এই মতবাদের অন্যতম প্রবক্তা ছিলেন।

২. 'টাইথ' ও 'করভি কোন ধরনের কর?
➛ প্রাক্-বিপ্লব ফ্রান্সে গির্জা কর্তৃক আদায় করা ধর্মকর ছিল ‘টাইথ’ এবং কৃষকদের থেকে মালিক কর্তৃক আদায় করা বেগার শ্রমকর ছিল ‘করভি’।

৩. ‘লেতর দ্য ক্যাশে’ কী?
অথবা, ‘লেতর দ্য ক্যাশে' বলতে কী বোঝো?
➛ ফরাসি বিপ্লবের পূর্বে সেই দেশে প্রচলিত একধরনের গ্রেফতারি পরওয়ানাকে বলা হত ‘লেতর দ্য ক্যাশে'। এর দ্বারা যে-কোনো ব্যক্তিকে গ্রেফতার করে বিনা বিচারে বন্দি অবস্থায় রাখা যেত।

৪. ফ্রান্সকে কে, কেন ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' বলেছেন?
অথবা, ফ্রান্সকে 'ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' বলা হয় কেন?
➛ বিশিষ্ট অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন। কারণ — (i) ফ্রান্সে প্রচলিত করব্যবস্থা ছিল যথেষ্ট বৈষম্যমূলক; (ii) প্রাক্-ফরাসি বিপ্লব ফ্রান্সে অধিকাংশ জমির মালিক যাজক ও অভিজাতরা হলেও তারা কোনোপ্রকার কর দিত না; (hi) আলোচ্য সময় অধিকারহীন তৃতীয় সম্প্রদায়ের জনগণকে সমস্ত কর প্রদান করতে হত। 

৫. পঞ্চদশ লুইকে 'প্রজাপতি রাজা' বলা হত কেন?
➛ ফ্রান্সের রাজা পঞ্চদশ লুই ছিলেন একজন অলস ও বিলাসপ্রিয় ব্যক্তি।  আলস্য এবং বিলাসব্যসনে ডুবে থাকা এই রাজা আবার তাঁর উপপত্নীর প্রভাবাধীন ছিলেন। এই স্বভাবের জন্য পঞ্চদশ লুই রাজকার্যে অবহেলা করায় তাঁকে প্রজাপতি রাজা বলা হত।

৬. ভলতেয়ার কে ছিলেন? তাঁর একটি গ্রন্থের নাম লেখো।
➛ ভলতেয়ার ছিলেন একজন ফরাসি দার্শনিক। তাঁর একটি গ্রন্থের নাম হল—‘কাঁদিদ’।

৭. ফ্রান্সে অভিজাত বিদ্রোহ কেন সংঘটিত হয়েছিল?
অথবা, প্রাক্-বিপ্লব ফ্রান্সে অভিজাত বিপ্লব কেন হয়েছিল?
অথবা, অভিজাত বিপ্লব' কেন হয়েছিল?
➛ ফরাসি শাসক ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী ব্রিয়া তৎকালীন ফ্রান্সের সমাজের অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে অভিজাত সম্প্রদায়ের ওপরও কর আরোপ করার প্রস্তাব দেন। এই প্রস্তাবে ক্ষুব্ধ অভিজাত সম্প্রদায় দাবি করে যে কর আরোপ করার অধিকার রয়েছে কেবলমাত্র স্টেটস জেনারেলের। এমতাবস্থায় অভিজাত সম্প্রদায়ের বিক্ষোভের কারণে ফরাসি শাসক সেদেশের পার্লামেন্ট মুলতুবি করে দিলে অভিজাতরা ফরাসি শাসকেরবিরুদ্ধে বিদ্রোহ করে।

৮. 'অঁসিয়া রেজিম' কী?
অথবা, 'আসিয়া রেজিম' বলতে কী বোঝায়?
➛ 1789 খ্রিস্টাব্দ অর্থাৎ, ফরাসি বিপ্লবের পূর্বে সেদেশে বুরবোঁ শাসকদের রাজত্বকালকে 'অঁসিয়া রেজিম' বলা হত। ওই সময় ফ্রান্সের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি ছিল ত্রুটিপূর্ণ, বৈষম্যমূলক এবং স্বৈরাচারী। ফরাসি বিপ্লবের দ্বারা ফ্রান্সে 'অঁসিয়া রেজিম' অর্থাৎ, পুরাতন আমলের অবসান ঘটে।

৯. 'ফরাসি বিপ্লবের জনক কে? তাঁর লিখিত একটি গ্রন্থের নাম লেখো।
➛ দার্শনিক রুশোকে 'ফরাসি বিপ্লবের জনক' বলা হয়। তাঁর লিখিত একটি গ্রন্থের নাম ‘সোশ্যাল কনট্রাক্ট' বা ‘সামাজিক চুক্তি’।

১০. দৈব রাজতন্ত্রের ধারণা কী?
অথবা, দৈব রাজতন্ত্রের ধারণা বলতে কী বোঝো ?
➛ দৈব রাজতন্ত্রের ধারণা অনুযায়ী, রাজা তাঁর রাজ্য শাসন করার অধিকার পেয়েছেন দৈব নির্দেশ অনুযায়ী স্বয়ং ঈশ্বরের কাছ থেকে। অতএব নিজ রাজতন্ত্র পরিচালনার জন্য তিনি কাউকে জবাবদিহি করতে বাধ্য নন

১১. ফ্রান্সকে 'রাজনৈতিক কারাগার' বলা হয় কেন?
➛ প্রাক্-বিপ্লব ফ্রান্সে ‘লেতর দ্য ক্যাশে’ নামে এক ধরনের রাজকীয় গ্রেফতারি পরওয়ানার দ্বারা যে-কোনো ব্যক্তিকে গ্রেফতার করে বিনা বিচারে দীর্ঘদিন বন্দি করে রাখা হত। এই কারণে ফরাসি দার্শনিক ভলতেয়ার তৎকালীন ফ্রান্সকে ‘রাজনৈতিক কারাগার' বলে উল্লেখ করেছিলেন।

১২. ইনটেনডেন্ট কী?
অথবা, 'ইনটেনডেন্ট' কারা?
অথবা, 'ইনটেনডেন্ট' কাদের বলা হয়? এরা অর্থলোলুপ নেকড়ে' নামে উপাধি পায় কেন? 
➛ ফ্রান্সের অভ্যন্তরীণ প্রদেশগুলির ভারপ্রাপ্ত রাজকীয় কর আদায়কারী কর্মচারীরা ইনটেনডেন্ট নামে পরিচিত ছিলেন। ক্ষমতা অপব্যবহার করে তারা ক্রমশ অত্যাচারী ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন। এদের ‘অত্যাচারী নেকড়ে' বলা হত।

১৩. স্টেটস জেনারেল কী? 
➛ স্টেটস জেনারেল ছিল ফ্রান্সের জাতীয় প্রতিনিধি সভা যার মাধ্যমে সেদেশের সাধারণ জনগণের বিবিধ চাহিদার কথা রাজার কাছে পৌঁছোত।

১৪. বাস্তিল দুর্গ কী ?
➛ বাস্তিল দুর্গ ছিল প্রাক্-বিপ্লব ফ্রান্সের স্বৈরাচারী শাসনব্যবস্থার প্রতীকস্বরূপ। এই দুর্গটিতে বহুসংখ্যক মানুষকে বিনা বিচারে আটক করে রাখা হত। ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই উক্ত শাসনব্যবস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ ফরাসি জনগণ এই দুর্গটি ধ্বংস করে।

১৫. টেনিস কোর্টের শপথ কী ?
অথবা, টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো?
অথবা, টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝায় ?
অথবা, টেনিস কোর্টের শপথ কেন গ্রহণ করা হয়েছিল?
➛ ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন ফ্রান্সের জাতীয় সভায় তৃতীয় সম্প্রদায়ের সদস্যগণ তাদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে গিয়ে দেখে সেটি বন্ধ। এতে ক্ষুব্ধ হয়ে তারা পার্শ্ববর্তী টেনিস কোর্টে একত্রিত হয়ে শপথ নেয় যে, যতদিন না তাদের দ্বারা ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচিত হবে ততদিন তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে। এই ঘটনাটিই ‘টেনিস কোর্টের শপথ' নামে পরিচিত।

১৬. 'অ্যাসাইনেট' কী?
➛ ১৭৯১ খ্রিস্টাব্দে ফ্রান্সে আর্থিক সংকট দেখা দেয়। এই সংকট কাটানোর জন্য ফরাসি সংবিধান সভা অ্যাসাইনেট নামে একধরনের কাগজের নোটের প্রচলন করে। আর্থিক সমস্যা মোকাবিলায় সংবিধান সভা চার্চের ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে তার ভিত্তিতে 'অ্যাসাইনেট’ চালু করে।

১৭. সংবিধান সভার দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।
➛ সংবিধান সভার দুটি গুরুত্বপূর্ণ কাজ হল—(ক) সামন্ততন্ত্রের বিলোপ এবং (খ) ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। 

১৮. 'বুর্জোয়া বিপ্লব' বলতে কী বোঝো?
➛ ফ্রান্সে ‘টেনিস কোর্টের শপথ' গ্রহণের সময় যাজক ও অভিজাত সম্প্রদায়ের কিছু সদস্য তৃতীয় শ্রেণি অর্থাৎ, মধ্যবিত্তদের সঙ্গে যোগ দেন। বুরবোঁ রাজা ষোড়শ লুই তাঁদের দাবির কাছে নতিস্বীকার করেন এবং মাথাপিছু এক ভোট নীতি মেনে নেন। এইভাবে মধ্যবিত্তরা সাফল্য লাভ করে বিপ্লবের নেতৃত্বে এগিয়ে আসেন। এই ঘটনা বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত।

১৯. বাস্তিল দুর্গ পতনের গুরুত্ব কী?
➛১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের ফলে— (ক) ওই দুর্গে আটক নিরাপরাধ বন্দিরা মুক্তি পায়, (খ) ফ্রান্সে স্বৈরতান্ত্রিক শাসনের প্রতীক ধ্বংস হয়ে বিপ্লবের জয়যাত্রার সূচনা ঘটে।

২০. ‘দ্বিতীয় ফরাসি বিপ্লব' কী?
➛ ফ্রান্সের জ্যাকোবিন দলের সদস্যরা রাজা ষোড়শ লুই এবং তাঁর পরিবারকে টেম্পল কারাগারে বন্দি করে রাখে। এর উদ্দেশ্য ছিল রাজাকে ক্ষমতাচ্যুত করা। ১৭৯২ খ্রিস্টাব্দের এই ঘটনাকে ঐতিহাসিক লেফেভর দ্বিতীয় ফরাসি বিপ্লব নামে অভিহিত করেন।

২১. ‘রাজতন্ত্রের শবযাত্রা' বলতে কী বোঝানো হয়?
➛ ১৭৮৯ খ্রিস্টাব্দের ৫ অক্টোবর ফ্রান্সের একদল মহিলা খাদ্যের রুটি দাবিতে ভার্সাই নগরীর অভিমুখে যাত্রা করেন। ভার্সাই নগরীর অভিমুখে তাদের এই আগমন এবং উপস্থিত হওয়াকেই ঐতিহাসিক রাইকার বলেছেন রাজতন্ত্রের শবযাত্রা'।

২২. ‘সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি' কী?
➛ ১৭৯০ খ্রিস্টাব্দে ফ্রান্সের সংবিধান সভা ‘সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি” বা ‘ধর্মযাজকদের সংবিধান' নামে একটি আইন পাস করেছিল। এই আইন দ্বারা – (ক) চার্চের ওপর পোপের কর্তৃত্বের অবসান ঘটিয়ে সেটিকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়, (খ) রাষ্ট্রই যাজকদের নিয়োগ এবং পদচ্যুতি নিয়ন্ত্রণ করবে এবং সরকার কর্তৃক তাদের বেতন প্রদান করা হবে।

২৩. সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো?
অথবা, সন্ত্রাসের রাজত্ব কী ?
অথবা, সন্ত্রাসের শাসন কী?
অথবা, ফ্রান্সে কোন পরিস্থিতিতে সন্ত্রাসের শাসন কায়েম হয়েছিল?
➛ ফ্রান্সের শাসক ষোড়শ লুইয়ের গিলোটিনে হত্যার (১৭৯৩ খ্রিস্টাব্দ, জানুয়ারি) পর সেদেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক ক্ষেত্রে এক সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমত পরিস্থিতি থেকে ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে সেদেশের বিপ্লবী নেতাগণ সেখানে যে জরুরি শাসনব্যবস্থার সূত্রপাত ঘটিয়েছিলেন সেটিই সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে অভিহিত হয়। ১৭৯৩ খ্রিস্টাব্দের জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের জুলাই পর্যন্ত এই রাজত্বকাল বা শাসনকাল স্থায়ী ছিল।

২৪. গিলোটিন কী? এর আবিষ্কারক কে?
➛ গিলোটিন হল ফ্রান্সে প্রচলিত শিরশ্ছেদ করার একটি যন্ত্রের নাম।  ড. গিলোটিন এই যন্ত্রের আবিষ্কারক। তার নামানুসারে যন্ত্রের নাম হয় গিলোটিন। বলা বাহুল্য ড. গিলোটিনকেও ওই যন্ত্রে প্রাণ হারাতে হয়েছিল।

২৫. রোবসপিয়র কে ছিলেন?
➛ রোবসপিয়র ছিলেন ফ্রান্সের উগ্র বামপন্থী জ্যাকোবিন দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। তাঁর নেতৃত্বেই সেদেশে ‘সন্ত্রাসের রাজত্ব’চলেছিল। ১৭৯৪ খ্রিস্টাব্দের জুলাই মাসে ফ্রান্সের কনভেনশনের দক্ষিণপন্থী ও সাধারণ সদস্যদের যৌথ প্রচেষ্টায় রোবসপিয়রকে গিলোটিনে হত্যা করা হলে সেদেশে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে।

২৬.‘প্যারি কমিউন' কাকে বলে?
অথবা, 'প্যারি কমিউন' কী?
➛ ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল। এরপর সেদেশের বুর্জোয়ারা প্যারিসের শাসনভার গ্রহণ করে। এজন্য তারা একটি অস্থায়ী পৌরপরিষদ গঠন করে। এই পৌরপরিষদের গঠনকার্য পরিচালনার জন্য বুর্জোয়ারা নিজেদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন করে । এই অস্থায়ী পৌরপরিষদের নাম হয় ‘প্যারি কমিউন’।

২৭. 'জ্যাকোবিন' কারা ছিলেন?
➛ ফরাসি আইনসভার একটি রাজনৈতিক দলের নাম ছিল 'জ্যাকোবিন’। এই দলের সদস্যরা ছিলেন উগ্র বামপন্থী মতবাদে বিশ্বাসী। প্রজাতন্ত্রের সমর্থক জ্যাকোবিনদের নেতা ছিলেন রোবসপিয়র। ফরাসি বিপ্লবের পরবর্তী সময় রোবসপিয়রের নেতৃত্বে জ্যাকোবিন দল ফ্রান্সের শাসন পরিচালনা করেছিল।

২৮. সন্ত্রাসের শাসনের দুজন পরিচালকের নাম লেখো।
➛ ফ্রন্সে সন্ত্রাসের শাসনের দুজন পরিচালক ছিলেন – (ক) রোবসপিয়র এবং (খ) হিবার্ট।

২৯. ‘টিপু সুলতানের সঙ্গে ফরাসি জ্যাকোবিন ক্লাবের কী সম্পর্ক ছিল?
➛ ঔপনিবেশিক শাসনে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী জোট তৈরির ক্ষেত্রে টিপু সুলতান বিশেষ উদ্যোগ নেন। এই উদ্দেশ্যে তিনি ফ্রান্সের ‘ন্যাশনাল কনভেনশন'-এর কাছে প্রস্তাব পাঠান। পরবর্তীকালে টিপু ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য হন। ফরাসি বিপ্লবকে সম্মান জানিয়ে তিনি শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতা বৃক্ষ (Tree of Liberty) রোপণ করেন।

৩০. 'লাল সন্ত্রাস' বলতে কী বোঝো ?
➛ ফ্রান্সে সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবসপিয়র সন্ত্রাসের রাজত্ব চালিয়ে যান। কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে বিনা বিচারে তিনি অসংখ্য মানুষকে হত্যা করেন। এই ঘটনাই লাল সন্ত্রাস নামে অভিহিত হয়।

৩১. শ্বেত সন্ত্রাস কী?
➛ রোবসপিয়রকে গিলোটিনে হত্যা করার মধ্যে দিয়ে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। এরপরই ফ্রান্সে জ্যাকোবিনদের ওপর জনসাধারণের আক্রমণ হিংসাত্মক হয়ে ওঠে। এসময় বহু জ্যাকোবিন সদস্যকে হত্যা করা হয় যা শ্বেত সন্ত্রাস নামে পরিচিত।

৩২. ফ্রান্সে সন্ত্রাসের শাসনের কয়েকটি অঙ্গের নাম লেখো।
➛ ফ্রান্সে সন্ত্রাসের শাসনের কয়েকটি অঙ্গ ছিল—(ক) জননিরাপত্তা সমিতি, (খ) সন্দেহের আইন, (গ) বিপ্লবী আদালত, (ঘ) গিলোটিন।

৩৩. বুশো বিখ্যাত কেন ?
➛ রুশো ছিলেন ফরাসি বিপ্লবের যুগের এক বিখ্যাত দার্শনিক। যিনি সামাজিক চুক্তি গ্রন্থটি লিখেছিলেন। যাতে তিনি বলেন রাষ্ট্রের সমস্ত ক্ষমতার উৎস হল জনগণ। জনগণ ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব থাকতে পারে না। এ ছাড়া তিনি সব মানুষের সমান অধিকারের কথা প্রচার করে ফরাসি জনমানসে দারুণ প্রভাব ফেলেছিলেন। সে-কারণে তাঁকে ‘ফরাসি বিপ্লবের মন্ত্রগুরু' ও ‘ফরাসি বিপ্লবের জনক' বলা হয়।

৩৪. অভিজাত বিদ্রোহ কেন হয়েছিল?
➛ ফরাসি বিপ্লবের প্রাক্কালে নানা কারণে ফরাসি অর্থনীতি ও রাজনীতিতে এক ভয়ংকর বিপর্যয় নেমে আসে। এই অবস্থায় 1788 খ্রিস্টাব্দে ফরাসি যাজক, অভিজাত ও বুর্জোয়ারা ফ্রান্সের ভিজি শহরে মিলিত হয়। সেই সভা থেকে ফরাসি স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বানের দাবি তোলা হয়। কিন্তু রাজা ষোড়শ লুই সেই দাবির মর্যাদা দেননি। এজন্য অভিজাতরা বিদ্রোহ ঘোষণা করেছিল।

৩৫. সাঁকুলোত কাদের বলা হত?
➛ ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ তিনটি শ্রেণিতে বিভক্ত ছিল – প্রথম এস্টেট, দ্বিতীয় এস্টেট ও তৃতীয় এস্টেট। সাঁকুলোতরা ছিল ফ্রান্সের তৃতীয় এস্টেট-এর অন্তর্ভুক্ত। এরা ছিল চালচুলোহীন ভবঘুরে। তাদের নিজস্ব বাসস্থান ও জমি বলতে কিছুই ছিল না।

৩৬. কোন গ্রন্থকে, কেন ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়?
➛ রুশো প্রণীত সোশ্যাল কনট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থটিকে বলা হয় ফরাসি বিপ্লবের বাইবেল। কারণ—এই গ্রন্থে তিনি রাজতন্ত্রের বদলে গণতন্ত্রের পক্ষে কলম ধরেছিলেন। এ ছাড়া তিনি রাজার ঈশ্বরপ্রদত্ত ক্ষমতার তত্ত্বকে অস্বীকার করেছিলেন। যা পরবর্তীকালে ফ্রান্সের বুর্জোয়ারা বিপ্লবে উদ্‌বুদ্ধ হয়।

৩৭. সেপ্টেম্বর হত্যাকাণ্ড কী?
➛ 1792 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে 2-7 তারিখ পর্যন্ত প্যারিসের সাঁকুলোত ও উচ্ছৃঙ্খল জনতা রাজতন্ত্রের সমর্থক তথা বিপ্লবের শত্রু বলে চিহ্নিত মানুষজনকে নির্বিচারে হত্যা করে। এই ঘটনাকেই বলা হয় সেপ্টেম্বর হত্যাকাণ্ড।

৩৮. কোন ঘটনা ফরাসি ‘মহাআতঙ্ক' নামে খ্যাত? 
অথবা, মহাভয় কী?
➛ 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই ফ্রান্সের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গের পতনের খবর ফ্রান্সের গ্রামগঞ্জে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে দারুণ উন্মাদনার সৃষ্টি হয়। কিন্তু হঠাৎ রটে যায় যে, কৃষকদের শায়েস্তা করার জন্য অভিজাতরা ভাড়াটে গুন্ডা ও সৈন্যবাহিনী প্রেরণ করেছে। এই গুজবই ফ্রান্সের ইতিহাসে ‘মহাআতঙ্ক' নামে খ্যাত ।

৩৯. ফ্রান্সের জাতীয় সংগীত কী ? এটি কে কবে রচনা করেন?
➛ ফ্রান্সের জাতীয় সংগীত হল 'লা মার্সেই'। এটি 1792 খ্রিস্টাব্দে রচনা করেন Claude Joseph Rouget de Lisle নামে এক ব্যক্তি।

৪০. কোন ঘটনাকে ‘ফরাসি বিপ্লবের ক্ষুদ্র সংস্করণ' বলা হয়?
➛ 1789 খ্রিস্টাব্দের 17 জুন বেইলির নেতৃত্বে ফ্রান্সের তৃতীয় শ্রেণির প্রতিনিধিরা জাতীয় সভাকে নিজেদের প্রকৃত সভা বলে দাবি করেন। তাঁরা বলেন যে, রাজা যদি এই সভা ভেঙে দেন, তাহলে তাঁরা রাজাকে কর দেওয়া বন্ধ করে দেবেন। এই ঘোষণা তথা সাহসী পদক্ষেপকে বলা হয় ‘ফরাসি বিপ্লবের ক্ষুদ্র সংস্করণ'।

৪১. টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো ?
➛ 1789 খ্রিস্টাব্দের 20 জুন ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্টেটস জেনারেলের অধিবেশনে যোগ দিতে এসে দেখে, ভিতর থেকে সভার দরজা বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় তারা ক্ষুব্ধ হয়ে প্রতিনিধি সভার পার্শ্ববর্তী টেনিস কোর্টের মাঠে মিলিত হয় এবং সেখানে ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনা করার শপথ নেয়। এতে নেতৃত্ব দেন বেইলি। একেই বলা হয় টেনিস কোর্টের শপথ তাঁরা শপথ নিয়েছিলেন যে, ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না-করা পর্যন্ত তাঁরা জাতীয় সভা ত্যাগ করবেন না।

৪২. দৈবরাজতন্ত্র' বলতে কী বোঝো?
➛ যে রাজতন্ত্রে রাজারা মনে করতেন ঈশ্বরের ইচ্ছায় রাষ্ট্র সৃষ্টি হয়েছে এবং সেই রাষ্ট্রে তারাই ঈশ্বরের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র শাসন করেন। সেই ধরনের রাজতন্ত্রকেই বলা হয় ‘দৈবরাজতন্ত্র’ ফ্রান্সের লুই রাজারা এই ধরনের রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। সেজন্য লুই রাজারা তাঁদের কাজের জন্য কাউকে জবাবদিহি করতেন না। চতুর্দশ লুই নিজেকে ‘আমিই রাষ্ট্র’ বলে ঘোষণা করেন ৷

৪৩. প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান কাদের বলা হত?
➛ ফ্রান্সের অভিজাতরা প্যাট্রিসিয়ান ও সাধারণ মানুষ প্লেবিয়ান নামে পরিচিত ছিল।

৪৪. Assembly of Notables কী?
➛ ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের যাজক, অভিজাত ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে যে সভা গঠিত হয় তা Assembly of Notables (22 ফেব্রুয়ারি, 1787 খ্রিস্টাব্দ) নামে পরিচিত। যদিও এই সভা কোনো আইন তৈরি বা তা পাস করতে পারত না। এর কাজ ছিল কেবল রাজকীয় আইনগুলি নথিভুক্ত করা।

৪৫. ফরাসি বিপ্লবকে কেন 'বিপ্লব' বলা হয়?
➛ 1792 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর ফরাসি সংবিধান সভা সর্বপ্রথম ফ্রান্সে রাজতন্ত্রের বদলে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ফরাসি সংবিধানের আমূল পরিবর্তনের জন্যই ফরাসি বিপ্লবকে একটি ‘বিপ্লব’ বলা হয়।


  Read More - IX History Click ☟    
অধ্যায় ১ : ফরাসি বিপ্লবের কয়েকটি দিক




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)