Class : IX History MCQ Question
ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (MARK-1)
১. ফ্রান্সে নারী সংগঠন ‘সোসাইটি অফ রেভল্যুশনারি রিপাবলিক উইমেন' গঠিত হয়েছিল?
(ক) ১৭৮৯ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
Answer ➛ (ঘ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
২. ডি-অর্জেন্ট কোন ফরাসি দলের নেত্রী ছিলেন?
(ক) জার্সোলিয়ার
(খ) জ্যাকোবিন
(গ) জিরন্ডিস্ট
(ঘ) কর্ডোলিয়ার
Answer ➛ (গ) জিরন্ডিস্ট
৩. মানুষের অধিকার সংক্রান্ত দলিলকে ‘পুরাতনতন্ত্রের মৃত্যুর পরওয়ানা' বলেছেন?
(ক) দার্শনিক মন্তেস্কু
(খ) ঐতিহাসিক ওলার
(গ) দার্শনিক ভলতেয়ার
(ঘ) অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ
Answer ➛ (খ) ঐতিহাসিক ওলার
৪. নাগরিকের অধিকার ঘোষিত হয় ১৭৮৯ খ্রিস্টাব্দের—
(ক) ২৬ জুন
(খ) ২৬ জুলাই
(গ) ২৬ আগস্ট
(ঘ) ২৬ আগস্ট
Answer ➛ (খ) ২৬ জুলাই
৫. সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে—
(ক) রুশ বিপ্লবে
(খ) ফরাসি বিপ্লবে
(গ) জুলাই বিপ্লবে
(ঘ) ইটালির বিপ্লবে
Answer ➛ (খ) ফরাসি বিপ্লবে
৬. ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে পোল্যান্ডে সূত্রপাত ঘটেছিল?
(ক) অভিজাত বিপ্লবের
(খ) কৃষি বিপ্লবের
(গ) সামন্তপ্রথার
(ঘ) ধর্মসংস্কারের
Answer ➛ (ক) অভিজাত বিপ্লবের
৭. ফ্রান্সে নতুন সংবিধান রচনার কার্য সম্পন্ন হয়েছিল?
(ক) ১৭৯১ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯৪ খ্রিস্টাব্দে
Answer ➛ (ক) ১৭৯১ খ্রিস্টাব্দে
৮. ফ্রান্সে সামন্ততন্ত্রের বিলোপ ঘটেছিল?
(ক) ১৭৮৯ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯৬ খ্রিস্টাব্দে
Answer ➛ (গ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
৯. ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের সূচনা হয়?
(ক) ১৭৯২ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯৪ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭১৫ খ্রিস্টাব্দে
Answer ➛ (গ) ১৭৯৫ খ্রিস্টাব্দে
১০. বিপ্লবের আগে ফ্রান্সের রাজা ছিলেন—
(ক) চতুর্দশ লুই
(খ) পঞদশ লুই
(গ) ষোড়শ লুই
(ঘ) অষ্টাদশ লুই
Answer ➛ (খ) পঞদশ লুই
১১. ফরাসি বিপ্লবের অগ্রদূত বলা হয়?
(ক) ধনী বুর্জোয়াদের
(খ) কৃষকদের
(গ) অভিজাতদের
(ঘ) যাজকদের
Answer ➛ (ক) ধনী বুর্জোয়াদের
১২. বিপ্লব পূর্ব ফ্রান্সে ৯৫ শতাংশ কর দিত—
(ক) প্রথম সম্প্রদায়
(খ) প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়
(গ) দ্বিতীয় ও তৃতীয় সম্প্রদায়
(ঘ) তৃতীয় সম্প্রদায়
Answer ➛ (ঘ) তৃতীয় সম্প্রদায়
১৩. ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' বলেছিলেন?
(ক) মর্স স্টিফেনস
(খ) লেফেভর
(গ) রাইকার
(ঘ) অ্যাডাম স্মিথ
Answer ➛ (ঘ) অ্যাডাম স্মিথ
১৪. ফ্রাসে দুর্নীতিগ্রস্ত রাজকর্মচারীদের বলা হত?
(ক) যাজক
(খ) ইনটেনডেন্ট
(গ) ব্রেসিয়র
(ঘ) জার্সেলিয়র
Answer ➛ (খ) ইনটেনডেন্ট
১৫. প্রাক্-বিপ্লব ফ্রান্সে সেন্স ছিল—
(ক) তামাকজাত দ্রব্যের ওপর কর
(খ) পথ কর
(গ) লবণ কর
(ঘ) বাৎসরিক করবিশেষ
Answer ➛ (ঘ) বাৎসরিক করবিশেষ
১৬. ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে 'ঝড়ের সমুদ্রপাখি' নামে কে পরিচিত?
(ক) রোবসপিয়ার
(খ) ষোড়শ লুই
(গ) মন্তেস্কু
(ঘ) রুশো
Answer ➛ (ঘ) রুশো
১৭. First Estate বা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন?
(ক) অভিজাতরা
(খ) রাজারা
(গ) মধ্যবিত্তরা
(ঘ) যাজকরা
Answer ➛ (ঘ) যাজকরা
১৮. ফরাসি বিপ্লবকে 'দার্শনিকদের ষড়যন্ত্র' বলেছেন?
(ক) নেপোলিয়ন
(খ) এডমন্ট বার্ক
(গ) রোবসপিয়ার
(ঘ) দান্তে
Answer ➛ (খ) এডমন্ট বার্ক
১৯. এদের মধ্যে কে ফিজিওক্র্যাট নয়?
(ক) ডেনিস দিদেরো
(খ) তুর্গো
(গ) মিরাবো
(ঘ) কুয়েসনে
Answer ➛ (ক) ডেনিস দিদেরো
২০. ‘আমিই রাষ্ট্র’—এ কথা বলেছিলেন?
(ক) চতুর্দশ লুই
(খ) পঞ্চদশ লুই
(গ) ষোড়শ লুই
(ঘ) সপ্তদশ লুই
Answer ➛ (ক) চতুর্দশ লুই
২১. ফরাসি বিপ্লবের জনক বলা হয়?
(ক) ষোড়শ লুইকে
(খ) রুশোকে
(গ) ভলতেয়ারকে
(ঘ) নেপোলিয়নকে
Answer ➛ (খ) রুশোকে
২২. ‘বিলাসী রমণীরঞ্জন’ও ‘প্রজাপতি রাজা’ বলা হত?
(ক) পঞ্চদশ লুইকে
(খ) ষোড়শ লুইকে
(গ) চতুর্দশ লুইকে
(ঘ) অষ্টাদশ লুইকে
Answer ➛ (ক) পঞ্চদশ লুইকে
২৩. ‘পার্সিয়ান লেটার্স’ গ্রন্থটির রচয়িতা?
(ক) ভলতেয়ার
(খ) দিদেরো
(গ) মন্তেস্কু
(ঘ) রুশো
Answer ➛ (গ) মন্তেস্কু
২৪. 'দ্য ওয়েলথ অফ নেশনস' গ্রন্থের লেখক হলেন?
(ক) ভলতেয়ার
(খ) রুশো
(গ) অ্যাডাম স্মিথ
(ঘ) দিদেরো
Answer ➛ (গ) অ্যাডাম স্মিথ
২৫. ফ্রান্সে বিনা পরওয়ানায় গ্রেফতারের আইনটি হল?
(ক) লেতর দ্য গ্রেস
(খ) কোড নেপোলিয়ন
(গ) লেতর দ্য ক্যাশে
(ঘ) পোন্না দ্য কলবিয়ে
Answer ➛ (গ) লেতর দ্য ক্যাশে
২৬. 'কাঁদিদ' গ্রন্থটির লেখক ছিলেন?
(ক) ভলতেয়ার
(খ) টলস্টয়
(গ) গোর্কি
(ঘ) রুশো
Answer ➛ (ক) ভলতেয়ার
২৭. বাধ্যতামূলক শ্রমদানকে বলা হত?
(ক) টাইথ
(খ) গ্যাবেল
(গ) করভি
(ঘ) টেইলি
Answer ➛ (গ) করভি
২৮. ফ্রান্সে 'ক্যাপিটেশন' ছিল একপ্রকার—
(ক) বেগার শ্রম
(খ) সেতু কর
(গ) উৎপাদন কর
(ঘ) আইন কর
Answer ➛ (গ) উৎপাদন কর
২৯. ফ্রান্সে ফিজিওক্র্যাটরা ছিলেন—
(ক) এক শ্রেণির শিল্পপতি
(খ) এক শ্রেণির যাজক
(গ) এক শ্রেণির অর্থনীতিবিদ
(ঘ) এক শ্রেণির বিজ্ঞানী
Answer ➛ (গ) এক শ্রেণির অর্থনীতিবিদ
৩০. 'আমার ইচ্ছাই আইন'—এ কথা বলেছিলেন?
(ক) চতুর্দশ লুই
(খ) পঞ্চদশ লুই
(গ) ষোড়শ লুই
(ঘ) লুই নেপোলিয়ন
Answer ➛ (গ) ষোড়শ লুই
৩১. ‘তৃতীয় এস্টেটই আসলে ফরাসি জাতি'—এ কথা বলেছেন?
(ক) ডেভিড টমসন
(খ) অ্যাবে সিয়েস
(গ) জর্জ লেভের
(ঘ) গুডউইন
Answer ➛ (খ) অ্যাবে সিয়েস
৩২. তুর্গো কোন রাজার অর্থমন্ত্রী ছিলেন?
(ক) পঞ্চদশ লুই
(খ) চতুর্দশ লুই
(গ) ষোড়শ লুই
(ঘ) অষ্টাদশ লুই
Answer ➛ (গ) ষোড়শ লুই
৩৩. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন?
(ক) হবসন
(খ) রুশো
(গ) লক
(ঘ) মন্তেস্কু
Answer ➛ (ঘ) মন্তেস্কু
৩৪. ফ্রান্সে ‘নবিলিটি অফ দ্য সোর্ড’বলা হত?
(ক) বংশানুক্রমিক অভিজাতদের
(খ) সেনাপতিদের
(গ) বুর্জোয়াদের
(ঘ) যাজকদের
Answer ➛ (ক) বংশানুক্রমিক অভিজাতদের
৩৫ ‘সোস্যাল কনট্র্যাক্ট’ গ্রন্থের রচয়িতা হলেন?
(ক) মন্তেস্কু
(খ) এলেমবার্ট
(গ) ভলতেয়ার
(ঘ) রুশো
Answer ➛ (ঘ) রুশো
৩৬. অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রী আদর্শে বিশ্বাসী ছিলেন?
(ক) মন্তেস্কু
(খ) রুশো
(গ) পিয়ের বেইল
(ঘ) ভলতেয়ার
Answer ➛ (ক) মন্তেস্কু
৩৭. 'দ্য স্পিরিট অফ লজ' গ্রন্থটির লেখক?
(ক) রুশো
(খ) মিরাবো
(গ) মন্তেস্কু
(ঘ) রোবসপিয়ার
Answer ➛ (গ) মন্তেস্কু
৩৮. দ্য এলেমবার্ট ছিলেন—
(ক) বিজ্ঞানী
(খ) দার্শনিক
(গ) শাসক
(ঘ) ধর্মযাজক
Answer ➛ (খ) দার্শনিক
৩৯. 'What is the Third Estate' পুস্তিকাটির রচয়িতা?
(ক) গুডউইন
(খ) অ্যালবার্ট
(গ) অ্যাবে সিয়েস
(ঘ) লিয়ঁ
Answer ➛ (গ) অ্যাবে সিয়েস
৪০. ‘জনগণের সার্বভৌমত্ব' তত্ত্বের প্রবক্তা ছিলেন?
(ক) মন্তেস্কু
(খ) রুশো
(গ) ভলতেয়ার
(ঘ) দিদেরো
Answer ➛ (খ) রুশো
৪১. বানালিতে হল—
(ক) তামাকের সঙ্গে যুক্ত কর
(খ) ভূমির সঙ্গে যুক্ত কর
(গ) উৎপন্ন শস্যের সঙ্গে যুক্ত কর
(ঘ) বিলাস দ্রব্যের ওপর কর
Answer ➛ (খ) ভূমির সঙ্গে যুক্ত কর
৪২. ক্যালোন ছিলেন ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের?
(ক) অর্থমন্ত্রী
(খ) বিদেশমন্ত্রী
(গ) সেনাপতি
(ঘ) চিকিৎসক
Answer ➛ (ক) অর্থমন্ত্রী
৪৩. "Man is born free but everywhere he is in chains "—কথাটি বলেছেন?
(ক) মন্তেস্কু
(খ) রুশো
(গ) দিদেরো
(ঘ) ভলতেয়ার
Answer ➛ (খ) রুশো
৪৪. “আমার পরেই মহাপ্রলয় আসছে”–এ কথা বলেছিলেন কোন ফরাসি শাসক?
(ক) চতুর্দশ লুই
(খ) ষোড়শ লুই
(গ) অষ্টাদশ লুই
(ঘ) পঞ্চদশ লুই
Answer ➛ (ঘ) পঞ্চদশ লুই
৪৫. ‘ডিসকোর্সেস অন ইন-ইকুয়ালিটি' গ্রন্থে নিজস্ব বক্তব্য লিপিবদ্ধ করেন দার্শনিক—
(ক) রুশো
(খ) মন্তেস্কু
(গ) ভলতেয়ার
(ঘ) কুয়েসনে
Answer ➛ (ক) রুশো
৪৬. ক্যাথলিক চার্চকে 'a privileged nuisance' বলেছিলেন ফরাসি দার্শনিক—
(ক) ভলতেয়ার
(খ) রুশো
(গ) দিদেরো
(ঘ) মন্তেস্কু
Answer ➛ (ঘ) মন্তেস্কু
৪৭. ‘লেতর ফিলজফিক' গ্রন্থের লেখক?
(ক) রুশো
(খ) মন্তেস্কু
(গ) দিদেরো
(ঘ) ভলতেয়ার
Answer ➛ (ঘ) ভলতেয়ার
৪৮. বিপ্লব-পূর্ব ফ্রান্সে সামন্তপ্রভুর প্রাপ্য ফসলের অংশকে বলা হত?
(ক) স্যামপার্ট
(খ) গ্যাবেল
(গ) টেইলি
(ঘ) টাইথ
Answer ➛ (ক) স্যামপার্ট
৪৯. বাস্তিল দুর্গ দখলের পূর্বে ফ্রান্সের উত্তেজিত জনতা হত্যা করেছিল"?
(ক) নেকারকে
(খ) মোলেৎকে
(গ) ডুপোঁকে
(ঘ) কুয়েসনে
Answer ➛ (ক) নেকারকে
৫০. প্যারি কমিউনে নেতৃত্ব দিয়েছিলেন?
(ক) অ্যাবে সিয়েস
(খ) লাফায়েৎ
(গ) মুনিয়ের
(ঘ) বেইলি
Answer ➛ (খ) লাফায়েৎ
৫১. বাস্তিল দুর্গের পতনের প্রধান তাৎপর্য হল?
(ক) সাংবিধানিক
(খ) রাজতান্ত্রিক
(গ) বিপ্লবাত্মক
(ঘ) প্রতীকি
Answer ➛ (ঘ) প্রতীকি
৫২. ব্রান্সউইক ঘোষণাপত্র জারি হয়েছিল?
(ক) ১৭৮৯ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে
Answer ➛ (ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে
৫৩. ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করেছিলেন—
(ক) নেকার
(খ) রোবসপিয়র
(গ) ষোড়শ লুই
(ঘ) ডিউক অফ ব্রান্সউইক
Answer ➛ (ঘ) ডিউক অফ ব্রান্সউইক
৫৪. ‘সিভিল কন্সটিটিউশন অফ দ্য ক্লার্জি' দ্বারা খর্ব করা হয়?
(ক) জেনারেলের ক্ষমতা
(খ) অভিজাতদের ক্ষমতা
(গ) পোপের ক্ষমতা
(ঘ) স্টেটস রাজার ক্ষমতা
Answer ➛ (গ) পোপের ক্ষমতা
৫৫. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের বুরবো বংশীয় শাসক ছিলেন?
(ক) চতুর্দশ লুই
(খ) পঞ্চদশ লুই
(গ) ষোড়শ লুই
(ঘ) অষ্টাদশ লুই
Answer ➛ (গ) ষোড়শ লুই
৫৬. ‘ফরাসি বিপ্লবের উৎস অনুসন্ধান করতে হবে তার অতীত ইতিহাসের মধ্যে বলেন?
(ক) জর্জ লেফেভর
(খ) মন্তেস্কু
(গ) ভলতেয়ার
(ঘ) রুদে
Answer ➛ (ক) জর্জ লেফেভর
৫৭. অর্থসংকট থেকে মুক্তি পাওয়ার জন্য ষোড়শ লুই কত বছর পর স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন?
(ক) ১৭৩ বছর পর
(খ) ১৭৪ বছর পর
(গ) ১৭৭ বছর পর
(ঘ) ১৭৫ বছর পর
Answer ➛ (ঘ) ১৭৫ বছর পর
৫৮. ফ্রান্সের আইনসভা পরিচিত—
(ক) রাইখস্ট্যাগ নামে
(খ) ডুমা নামে
(গ) স্টেটস জেনারেল নামে
(ঘ) পার্লামেন্ট নামে
Answer ➛ (গ) স্টেটস জেনারেল নামে
৫৯. রাজা ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ১৭৯৩ খ্রিস্টাব্দের—
(ক) ২১ জানুয়ারি
(খ) ১৪ জুন
(গ) ১৪ জুলাই
(ঘ) ২১ মার্চ
Answer ➛ (ক) ২১ জানুয়ারি
৬০. টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল—
(ক) ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৭ জুন
(খ) ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন
(গ) ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই
(ঘ) ১৭৮৯ খ্রিস্টাব্দের ৮ আগস্ট
Answer ➛ (খ) ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন
৬১. ফ্রান্সে ‘ঐশ্বর্যের ইন্দ্রপুরী' নামে অভিহিত ছিল—
(ক) টুইলারি প্রাসাদ
(খ) প্যারি কমিউন
(গ) বাস্তিল দুর্গ
(ঘ) ভার্সাইয়ের রাজপ্রাসাদ
Answer ➛ (ঘ) ভার্সাইয়ের রাজপ্রাসাদ
৬২. বাস্তিল দুর্গের পতন হয়েছিল—
(ক) ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন
(খ) ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই
(গ) ১৭৮৯ খ্রিস্টাব্দের ২১ জুলাই
(ঘ) ১৭৮৯ খ্রিস্টাব্দের ৮ আগস্ট
Answer ➛ (খ) ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই
৬৩. সংবিধান সভা সমগ্র ফ্রান্সকে ভাগ করেছিল কয়টি জেলায়?
(ক) ৮৩টি
(খ) ৫৭টি
(গ) ৬০টি
(ঘ) ৪৫টি
Answer ➛ (ক) ৮৩টি
৬৪. বাস্তিল দুর্গ ছিল—
(ক) স্বৈরাচারের প্রতীক
(খ) মানবিপকতার প্রতীক
(গ) শান্তির প্রতীক
(ঘ) ফরাসি পার্লামেন্ট
Answer ➛ (ক) স্বৈরাচারের প্রতীক
৬৫. ষোড়শ লুইকে সপরিবারে বন্দি করে রাখা হয়েছিল—
(ক) টেম্পল কারাগারে
(খ) প্যারি কারাগারে
(গ) বোর্দো কারাগারে
(ঘ) বাস্তিল কারাগারে
Answer ➛ (ক) টেম্পল কারাগারে
৬৬. ফ্রান্সে ‘দ্বিতীয় ফরাসি বিপ্লব'-এর ঘটনা ঘটেছিল?
(ক) ১৭৮৯ খ্রিস্টাব্দের ২২ সেপ্টেম্বর
(খ) ১৭৯০ খ্রিস্টাব্দের ২২ সেপ্টেম্বর
(গ) ১৭৯২ খ্রিস্টাব্দের ২২ সেপ্টেম্বর
(ঘ) ১৭৯৯ খ্রিস্টাব্দের ২২ সেপ্টেম্বর
Answer ➛ (গ) ১৭৯২ খ্রিস্টাব্দের ২২ সেপ্টেম্বর
৬৭. ষোড়শ লুইয়ের ১৭৯৩ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারি মৃত্যু হয়েছিল—
(ক) যুদ্ধক্ষেত্রে
(খ) গিলোটিন যন্ত্রে
(গ) দ্বীপান্তরে
(ঘ) ফাঁসিতে
Answer ➛ (খ) গিলোটিন যন্ত্রে
৬৮. ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কারণ তিনি—
(ক) স্বৈরাচারী ছিলেন
(খ) বিদেশিদের সঙ্গে চক্রান্তে যুক্ত ছিলেন
(গ) বিপ্লবের বিরোধী ছিলেন
(ঘ) অত্যাচারী ছিলেন
Answer ➛ (খ) বিদেশিদের সঙ্গে চক্রান্তে যুক্ত ছিলেন
৬৯. “সংবিধান সভা ফ্রান্সে অর্থনৈতিক সমতার দিকে নজর না দিয়ে পুঁজিবাদী বিকাশের ক্ষেত্র প্রস্তুত করেছিল”–বলেছিলেন?
(ক) রাইকার
(খ) মন্তেস্কু
(গ) রুশো
(ঘ) লেফেভর
Answer ➛ (ঘ) লেফেভর
৭০. সেপ্টেম্বর হত্যাকাণ্ড ঘটেছিল—
(ক) ১৭৯৮ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮৯ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে
Answer ➛ (ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে
৭১. ফ্রান্সের জ্যাকোবিন দলের সঙ্গে যুক্ত ছিলেন ভারতের মহীশূর রাজ্যের শাসক?
(ক) শিবাজি
(খ) টিপু সুলতান
(গ) রানা প্রতাপ
(ঘ) মান সিং
Answer ➛ (খ) টিপু সুলতান
৭২. ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন?
(ক) দাঁতে
(খ) মাদাম রোলা
(গ) রোবসপিয়র
(ঘ) তুর্গো
Answer ➛ (গ) রোবসপিয়র
৭৩. কে ‘পাদুয়ার ঘোষণাপত্র' জারি করেছিলেন?
(ক) লিওপোল্ড
(খ) তুর্গো
(গ) নেকার
(ঘ) ষোড়শ লুই
Answer ➛ (ক) লিওপোল্ড
৭৪. লিওপোল্ড ছিলেন—
(ক) অস্ট্রিয়ার রাজা
(খ) ফ্রান্সের রাজা
(গ) ইটালির রাজা
(ঘ) ইংল্যান্ডের রাজা
Answer ➛ (ক) অস্ট্রিয়ার রাজা
৭৫. পাদুয়ার ঘোষণাপত্র জারি করে?
(ক) রাশিয়া
(খ) ইংল্যান্ড
(গ) অস্ট্রিয়া
(ঘ) প্রাশিয়া
Answer ➛ (গ) অস্ট্রিয়া
৭৬. ‘অ্যাসাইনেট' ছিল একপ্রকার–
(ক) শিল্প সংঘ
(খ) আয়কর
(গ) কাগুজে নোট
(ঘ) পরোক্ষ কর
Answer ➛ (গ) কাগুজে নোট
৭৭. ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের পত্নী মেরি আঁতোয়ানেৎ কোন দেশের রাজকন্যা ছিলেন?
(ক) অস্ট্রিয়া
(খ) জার্মানি
(গ) ইটালি
(ঘ) ফ্রান্স
Answer ➛ (ক) অস্ট্রিয়া
৭৮. জ্যাকোবিনদের সন্ত্রাস ধ্বংস করতে ফ্রান্সে শুরু হয়েছিল —
(ক) শ্বেত সন্ত্রাস
(খ) সবুজ সন্ত্রাস
(গ) হলুদ সন্ত্রাস
(ঘ) লাল সন্ত্রাস
Answer ➛(ক) শ্বেত সন্ত্রাস
৭৯. ফ্রান্সে জ্যাকোবিন ক্লাব গড়ে উঠেছিল —
(ক) ১৭৮৬ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮৯ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯৮ খ্রিস্টাব্দে
Answer ➛ (খ) ১৭৮৯ খ্রিস্টাব্দে
৮০. ভারতের কোন রাজ্যে জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল?
(ক) মহীশূর
(খ) বাংলা
(গ) পাঞ্জাব
(ঘ) মহারাষ্ট্র
Answer ➛ (ক) মহীশূর
৮১. ফ্রান্সে কর্ডেলিয়ার ক্লাব গড়ে উঠেছিল—
(ক) ১৭৮৫ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮৬ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে
Answer ➛ (ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে
৮২. জ্যাকোবিন শাসনকালের প্রতীক হয়ে উঠেছিল—
(ক) সন্ত্রাস
(খ) সৌভ্রাতৃত্ব
(গ) মূল্যবোধ
(ঘ) শান্তি
Answer ➛ (ক) সন্ত্রাস
৮৩. ভামির যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সঙ্গে—
(ক) ইটালি-অস্ট্রিয়া যৌথ বাহিনীর
(খ) অস্ট্রিয়া-প্রাশিয়া যৌথ বাহিনীর
(গ) ইংল্যান্ড-ইটালি যৌথ বাহিনীর
(ঘ) ইংল্যান্ড-অস্ট্রিয়া যৌথ বাহিনীর
Answer ➛ (খ) অস্ট্রিয়া-প্রাশিয়া যৌথ বাহিনীর
৮৪. সন্ত্রাসের রাজত্বকাল স্থায়ী হয়েছিল?
(ক) কুড়ি মাস
(খ) ছয় মাস
(গ) তেরো মাস
(ঘ) আঠারো মাস
Answer ➛ (গ) তেরো মাস
৮৫. ফ্রান্সে থার্মিডর অর্থাৎ,বিপ্লবী বর্ষপঞ্জি মতে কোন মাস?
(ক) জুন মাস
(খ) ডিসেম্বর মাস
(গ) জুলাই মাস
(ঘ) সেপ্টেম্বর মাস
Answer ➛ (গ) জুলাই মাস
৮৬. ‘দ্য সাঁ কুলোৎ’ গ্রন্থটির লেখক ছিলেন?
(ক) অ্যালবার্ট স্মিথ
(খ) অ্যালবার্ট ওয়াগনার
(গ) অ্যালবার্ট ফ্লিন্টফ
(ঘ) অ্যালবার্ট সবুল
Answer ➛ (ঘ) অ্যালবার্ট সবুল
Read More - IX History Click ☟
অধ্যায় ১ : ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
786_History